ভৈরবের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলা আসামী শাওন ও তার সহযোগি ফারুক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ভৈরবে মিন্টু মিয়া ফিলিং ষ্টেশনে র্যাব পরিচয়ে চাদাঁবাজি করার সময় ধরা পড়েছে এই সন্ত্রাসীরা।
শাওন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিল গ্রাইন (বিলকিরাটন) গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে এবং ফারুক মিয়া ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যাপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে।
র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের এএসপি বেলায়েত হোসেন জানান, শাওন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী । তার নামে ঢাকা ডিএমপি ও ব্রাক্ষ্মণবাড়িয়াসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলা রয়েছে । শাওন র্যাব পরিচয়ে ভৈরবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁবাজিসহ নানা অপকর্ম করছে এমন তথ্যের ভিত্তিতে তার উপর নজরদারী রাখা হয়েছিল। মিন্টু মিয়া ফিলিং ষ্টেশন থেকে চাঁদাবাজির সময় তাকে গ্রেফতার করা হয় ।
Leave a Reply