রাসূল বলুন, সাক্ষ্য হিসেবে সর্বশ্রেষ্ঠ বিষয় কি ? বলুন আমারও তোমাদের মধ্যে আল্লাহুই শ্রেষ্ঠ সাক্ষী। আর এই কুরআন আমার নিকট প্রেরিত হয়েছে, যেন তোমাদেরকে এবং যার কাছে এই কুরআন পৌঁছবে তাদের সকলকে আমি সতর্ক করি।
তোমরা কি এ সাক্ষ্য দাও যে, আল্লাহু ছাড়া অন্য কোন উপাস্য আছে ? বলুন, ” আমি এমন সাক্ষ্য দেই না “। বলুন তিনিই একমাত্র ইলাহ এবং তোমরা যা শরীক কর তা থেকে আমি মুক্ত।
যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তাকে সেরূপ চেনে যেরূপ তারা তাদের সন্তানদেরকে চেনে। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, তারা ঈমান আনবে না।
আর যে ব্যক্তি আল্লাহু সম্বন্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বা তাঁর আয়াতকে মিথ্যা বলে
তার চেয়ে বড় জালিম আর কে আছে? আর
জালিমরা আদৌ সফলকাম হবে না।
সূরা আন’আম- ৬ (১৯- ২১)
Leave a Reply