মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামে ৫ লক্ষ টাকা চাঁদা পরিশোধ করতে না পারায় গরুর খামার স্থাপন বন্ধ করে দিয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নাসিরনগর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বালিখোলা গ্রামের তালেব হোসেনের ছেলে সাহাবুদ্দিন বাদী হয়ে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে রবিউল্লাহ মিয়া (৫৮) সহ ৮ জনকে আসামী করে ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে এ মামলাটি দাখিল করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি, ব্রাহ্মণবাড়িয়াকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, বালিখোলা মৌজার সাবেক ৫০৫ হালে ১১৪৫ দাগে ৪ শতক বাড়ী বাদী খরিদ করে তাতে ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। ঘটনার সময়ে সাহাব উদ্দিন উক্ত জায়গায় গরুর খামার স্থাপন করার জন্য বিল্ডিং ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী প্রভাবশালী রবিউল্লাহ মিয়া ও তার সহযোগী লোকজন সাহাব উদ্দিনের নিকট ৫ লক্ষ চাঁদা দাবী করে। ৫ লক্ষ চাঁদা না দিলে খামার ঘর নির্মাণ করতে দিবে না বলে হুমকি দিয়ে বাঁধা সৃষ্টি করে। দাবীকৃত টাকা পরিশোধ করতে না পারায় সাহাব উদ্দিন ও তার লোকজন মিলে জায়গার উপর নির্মিত আনুমানিত ৪০ হাজার টাকার মূল্যের টিনের বেড়া খুলে নিয়ে যায়। তাছাড়াও ঘর দরজা ভেঙ্গে আরো প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ক্ষতিসাধন করে। এ বিষয়ে জানতে চেয়ে রবি উল্লাহ মিয়ার বাড়ীতে গেলে তিনি সাংবাদিকদের কথা শুনে বাড়ীতে থেকে চলে যায়। রবিউল্লাহ মিয়ার মোবাইল নাম্বার চাইলে তাও দিতে অপারগতা প্রকাশ করে তার পবিবারের লোকজন। বিষয়টি জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন আমি মাত্র নতুন এসেছি। এখনো কোনো কাগজপত্র পায়নি ও দেখিনি। আজ বাদী এসেছিল। তার কাছ থেকে অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলে পরবর্তীতে বিস্তারিত বলতে পারব বলে জানান তদন্তকারী কর্মকর্তা।
মোঃ আব্দুল হান্নান
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
মোবাঃ ০১৭১৭৩৫০৮৭৬
Leave a Reply