হে বনি আদম!তোমাদের লজ্জাস্থান আবৃত করার
জন্য এবং সাজ-সজ্জার জন্য আমি তোমাদেরকে
পোষাক দিয়েছি। আর দিয়েছি তাকওয়াত পোষাক, এটিই সর্বোকৃষ্ট।
এটা আল্লাহুর নিয়ামতসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে কোন
বিপর্যয়ে না ফেলে,যেভাবে তোমাদের পিতা-মাতা-
কে সে জান্নাত থেকে বহিষ্কার করেছিল, তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য তাদেরকে সে বিবস্ত্র করেছিল।
সে এবং তার সম্প্রদায় তোমাদেরকে এমন স্থান থেকে দেখে- যে স্থান থেকে তোমরা দেখতে পাও না। আমি শয়তানকে তাদের বন্ধু নির্ধারণ করেছি,
যারা ঈমান আনে না। _সূরা আরাফ-৭(২৬,২৭)
Leave a Reply