সংবাদদাতাঃ
সরাইল থানার ওসি আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইলিয়াস উল্লাহ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ উল্লাহ উপজেলার কালিকচ্ছ মধ্যপাড়া এলাকার মোঃ আমির উল্লাহর ছেলে।
রবিবার ৫ জুলাই ২০২০ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার চৌকস পুলিশ অফিসার এসআই মনঞ্জুর আহামেদের নেতৃত্বে এএসআই রাজীব মজুমদার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন কালিকচ্ছ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এম ইলিয়াস উল্লাহকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার এসআই মনঞ্জুর আহামেদ জানায়, ইলিয়াছ উল্লাহ ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী, সে দীর্ঘদিন পলাতক ছিল। বিকালে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরাইল থানার মামলা নং ১৩, জি আর, ১১২/১২ এবং আশুগঞ্জ থানায় মামলা নং ১৮, জি,আর ৫৫/১২)ও রয়েছে।
সরাইল থানার ওসি আল মামুন মোঃ নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইলিয়াস উল্লাহ কে গ্রেফতারের পর ৬ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply