গাজী মোহাম্মদ হানিফ: সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর (বড় ফেনী নদীর তীরে) কলমির চরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার।
৮ জুলাই বুধবার কলমির চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। মাটি কাটার সর্দ্দার ১জন কে ২ মাসের কারাদণ্ড ও মাটি কাটার লেবার ২ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন- সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার, এইসময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও গ্রামপুলিশ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ফেনী নদীর তীরে সোনাগাজী উপজেলার চরখোয়াজ, চরখোন্দকার, থাক খোয়াজের লামছি সহ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও দীঘি খনন করছে সোনাগাজী ও মীরসরাই এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যূ। আর এতে সহযোগিতা করছে সোনাগাজীর কালা সবুজ, রুমন, মিষ্টার, নাজমুল সহ কতিপয় চিহ্নিত দালালচক্র।
করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে মাটিদস্যুরা অনেকটা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়েছে। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় জনবল সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। মাঝেমধ্যে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব অভিযান পরিচালনা করেও মাটিদস্যুদের থামানো সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ- মাটিদস্যু সিণ্ডিকেটের মুল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
Leave a Reply