মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ ছয়জন মোটরসাইকেল চোরকে আটক করেছে।
আটকৃতরা হলো, কুমিল্লার আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, মনির হোসেন, আবু তাহের নূর নবী এবং বরিশালের বাদল মিয়া।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা শহর মাইজদীর স্থানীয় বাসিন্দারা গত (৭ জুলাই) মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বাদলকে আটক করে পুলিশে দেয়।
পরে বাদলের দেয়া তথ্যে তাকে নিয়ে বুধবার গভীর রাতে সুধারাম থানার পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজন মোটরসাইকেল চোরকে আটক করে। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ