আর যত মসজিদ আছে সব আল্লাহুরই ;সূতরাং আল্লাহুর সঙ্গে শরীক করো না।_ জ্বিন-৭২ (১৮)
মুশরিকদের এই যোগ্যতা নেই যে, তারা মসজিদ আবাদ করবে, যেহেতু তারা নিজেরাই নিজেদের
কুফরীর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। তাদের কর্মসমূহই
বিনষ্ট হবে এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে।
নিশ্চয় আল্লাহুর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা ঈমান এনেছে আল্লাহু ওআখেরাতের
প্রতি এবং সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে। আর আল্লাহু ছাড়া অন্য কাউকে ভয় করে
না। নিশ্চিত আশা করা যায়, তারাই সৎপথ- প্রাপ্তদের দলে শামিল হবে।
হাজীদের পানি সরবরাহ করা এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাদের
সমতুল্য মনে কর, যারা আল্লাহু ও আখেরাতের
প্রতি ঈমান রাখে এবং আল্লাহুর পথে জিহাদ করে?
আল্লাহুর নিকট তারা সমান নয়। আর আল্লাহু সৎপথ প্রদর্শন করেন না জালিম সম্প্রদায়কে।
সূরা তওবাহ-৯ (১৭-১৯)
]
Leave a Reply