হরিরাম বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ… সোনালী ব্যাংক লিমিটেড পঞ্চগড় জেলার আটোয়ারী শাখায় আগামী ১৬ জুলাই ২০২০ইং তারিখ পর্যন্ত লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারীর সোনালী ব্যাংক শাখার ক্যাশ ইনচার্জ মোঃ সুলতান আলীর কোভিড-১৯ পজেটিভ হওয়ায় এবং আরো কয়েকজন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়ায় উপজেলা প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নেন। সুত্র জানায়, উক্ত শাখার কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভাইরাস সনাক্ত করনের নিমিত্তে নমুনা পরীক্ষার জন্য প্রেরিত হওয়ায় এবং ম্যানেজার সোনালী ব্যাংক আটোয়ারী শাখা, পঞ্চগড় এর ১২ জুলাই ২০২০ তারিখের এসবি/আটোয়ারী/সংস্থাপন/পি-৩৬৭ নং স্মরক পত্র মোতাবেক অত্র শাখার কার্যক্রম আগামী ১৬ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত লকডাইন ঘোষনা করেছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, গত ১২ জুলাই সোনালী ব্যাংক লিমিটেড আটোয়ারী শাখার ১২ জন কর্মকর্তা কর্মচারীর কোভিড-১৯ সংক্রমন পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টের ফলাফল পেলেই সনাক্ত নিশ্চিত করা যাবে।
Leave a Reply