হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ভারত থেকে অবৈধ পথে আমদানী করা ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের প্রসাধনী, হরলিক্স ও আতশবাজির দুই চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রবিবার পৃথক অভিযানে এগুলো জব্দ করা হয়।
সোমবার (১৩ জুলাই) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোঃ জহিরুল ইসলামসহ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বাংলাদেশের দুইশ’ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা আড়াই হাজার পিস কিং কোবরা গোল্ড আতশবাজী জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ৬২ হাজার টাকা। এর আগে রোববার (১৩ জুলাই) রাত দশটার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ আইয়ুব আলীসহ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বাংলাদেশের একশ’ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ৬৩০ পিস এলোভেরা জেল, ৪৮৮ পিস কোলগেট টুথপেস্ট, ২৭০ পিস জনসন বেবী পাউডার ও ৪৫ পিস জুনিয়র হরলিক্স টুথপেস্ট জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮ হাজার টাকা। দুইদিনের পৃথক অভিযানে ৩ লাখ ৯০ হাজার টাকার মালামাল জব্দ করা হলেও কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী।
Leave a Reply