আবু সাঈদ সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি : অবহেলিত ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদ, যেখানে ওয়াক্তিয়া নামাজে ৭/৮ শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। গত কয়েক বছর যাবত সামান্য বৃষ্টি হলেই মসজিদে এবং সাব-রেজিস্ট্রি অফিসে যাতায়াতের একমাত্র রাস্তায় পানি উঠে যায়। একটু ভারী বৃষ্টি হলেই ময়লা পানি মসজিদের ভিতরে ঢুকে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ত্রিশাল বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে অবস্থিত ত্রিশাল সাব রেজিস্ট্রি অফিস ও সংলগ্ন মসজিদ। মসজিদের সামনে পরিত্যক্ত পুকুরে মসজিদের প্রস্রাবখানার ময়লা এবং ত্রিশাল বাজার মেইন রোড (থানা রোড) ড্রেনের ব্যবস্থা না থাকায় বাজারের ময়লা পানি জমা হয়। ময়লা পানির মধ্য দিয়ে হাজার হাজার মুসল্লী মসজিদে নামাজ পড়তে যায়।
এলাকাবাসী ও মুসল্লিগণ – স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ,উপজেলা প্রশাসন এবং পৌর মেয়র নিকট জলাবদ্ধতা নিরসনকল্পে পয়ঃ নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সুদৃষ্টি কামনা করেছেন।
Leave a Reply