পলাশ সংবাদদাতা # নরসিংদীর পলাশ উপজেলার এক ছাত্রলীগ নেতা মাদক ব্যবসার বখরা আনতে গিয়ে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
১৩ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে শিবপুর উপজেলার হরণখোলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন একই উপজেলার চরসিন্দুর এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত বখরা নিত । যদি কেউ বখরা দিতে অপারগতা প্রকাশ করত তাহলে রাজন তাকে নানাভাবে হয়রানি করত ।
ঘটনার দিন ও সময় চরসিন্দুর মধ্যপাড়ার মৃত সাহার পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার হরণখোলায় অবস্থান করছিল। রাজন তা জেনে আলীর কাছ থেকে বখরা নিতে
হরনখোলায় যায় । কিন্তু আলী তাকে এ সময়ে বখরা দিতে অপারগতা প্রকাশ করে । এ নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে আলী উত্তেজিত হয়ে রাজনকে দা দিয়ে কোপ দিতে উদ্যত হয়। তা দেখে রাজন ডাক চিৎকার শুরু করে এবং নিজকে বাঁচাতে একপাশে সরে যায়। ফলে রাজনের বুকের বাম পাশে দা এর কোপ লাগে । ডাক চিৎকারে আশেপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে আলী ও তার সাঙ্গপাঙ্গরা পালাতে চেষ্টা করে। অন্য সবাই পালাতে সক্ষম হলেও আলী জনতার হাতে ধরা পড়ে । উত্তেজিত জনতা আলীকে বেধড়ক মারপিট করে ।মারাত্মক আহতাবস্থায় আলীকে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
অপরদিকে রাজন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply