বগুড়া সংবাদদাতাঃ বগুড়া-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী সাহাদারা মান্নান বিজয়ী।
মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী তিন বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান শিল্পী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৪৫৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, ট্রাক প্রতীকে পেয়েছেন ১৪৮৯ ভোট। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থী ভোট বর্জন করায় মুলত লড়াই হয় ৫ প্রার্থীর মধ্যে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এ ভোট যুদ্ধ। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ১২৩ টি, মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন।
উল্লেখ্য সরকার দলীয় তিন বারের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
Leave a Reply