আবিদ হোসেন রাজু
মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরা করোনা উপসর্গ নিয়ে নিবর মাঝি (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে হাসপাতালে নেয়ার পথে সোমবার (১৩জুলাই)সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিবর মাঝি বাড়ি ভোলা মনপুরা উপজেলা ১নং মনপুরা ইউনিয়নে চর-কলাতলির ১নং ওয়ার্ডের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে নিরব মাঝি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. শিপন চন্দ্র পালের কাছে আসেন। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি ভোলা না গিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়িতে থেকে চিকিৎসা নেন।
তার পারিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে নিরব মাঝির জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে স্পিডবোটে ভোলায় নেয়ার আগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার আত্মীয় ফারুক মেম্বারের বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।
Leave a Reply