পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদ : নরসিংদী পলাশ উপজেলা ইছাখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব রেজাউল করিমের বিরুদ্ধে প্রায় দুই লক্ষাধিক টাকা আত্মসাত,দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে পদাধিকার বলে ইছাখালী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক। দারুল মাসাকিন নামে একটি এতিমখানাও রয়েছে। এটিরও পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম।
উক্ত এতিমখানার অধিনে মার্কেট সহ বিভিন্ন দোকান পাট রয়েছে। মার্কেট ও দোকান পাট বরাদ্দে তার বিরুদ্ধে রয়েছে অঢেল দূর্নীতি,অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ। গত ৩০ জুন পলাশ উপজেলা সমাজ সেবা অফিসে জনাব রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন এতিমখানা পরিচালনা পর্ষদ এর সভাপতি জনাব সোহরাব হোসেন মাস্টার ও সদস্য জনাব আব্দুর রহিম পাঠান।
পরিচালনা পর্ষদ ও এতিমখানা মোতাওয়াল্লী, জনাব রেজাউল করিমকে এতিমখানার আয়-ব্যয়ের হিসাব নিয়ে বসতে চাইলে তিনি বসতে চাননা। উপরন্তু স্থানীয় সাংসদের ভয় দেখান।এদূরবস্থা থেকে উত্তরণের জন্য স্থানীয় এলাকা বাসীর উদ্যোগে আজ সকাল দশটায় মাদ্রাসা ও এতিমখানার সামনের রাস্তা ঢাকা – চরসিন্দুর সড়কে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব কামাল হোসেন, এতিমখানার মোতাওয়াল্লী ও এন আর বি এজেন্ট ব্যাংকিং এর ব্যাবস্থাপক জনাব নজরুল সিকদার, নাজমুল হোসেন, আশিক পাঠান, নাজমুল হক,রফিকুল ইসলাম ও শান্ত প্রমুখ।
বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি মাদ্রাসা অধ্যক্ষ জনাব রেজাউল করিমের বিচার ও অপসারণ দাবি করেন।
Leave a Reply