সংবাদদাতাঃ বাকলিয়ার মুক্তি করোনা আইসোলেশন সেন্টারে পুরোদমে চলছে চিকিৎসা সেবা। সেবায় সন্তুষ্ট রোগীরাও। হাসপাতালে বিনামূল্যে খাবার ও দুই বেলা নাস্তাসহ প্রয়োজনীয় ওষুধও দেয়া হচ্ছে। গত ২৭জুন উদ্ভোধন এর পর থেকে ৫৭ জন করোনারোগী চিকিৎসা গ্রহণ করেছেন। তারমধ্যে ২৫ জন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। এছাড়া আউটডোরে প্রতিদিন গড়ে ১৫ জন সাধারন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মুক্তি করোনা আইসোলেশন সেন্টার।
চিকিৎসাধীন করোনারোগী সুবল শর্মার সাথে আলাপ করলে তিনি জানান-” করোনা সনাক্ত হওয়ার পর গত ৭ জুলাই এখানে ভর্তি হই। কিছুক্ষন পর পর ডাক্তার ও নার্সরা এসে খোঁজ খবর নিচ্ছেন। সব খাবার ই আমার পছন্দ মত সরবরাহ করা হচ্ছে। তাদের সেবা অত্যন্ত চমৎকার। বর্তমানে আমি অনেকটা সুস্থ।
Leave a Reply