মিনহাজ নাসির, মৌলভীবাজার প্রতিনিধি : বিয়ের পাঁচদিন পার না হতেই না ফেরার দেশে চলে গেল পুলিশ কনস্টেবল নূর উদ্দিন। আজ বুধবার (১৫ জুলাই) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে কোনা গাঁও গ্রামের নিজ বাড়িতে ভোর ৩টায় ইন্তেকাল করেছেন। তিনি মণিপুরি মুসলিম পরিবারের সন্তান, মোঃ কায়াম উদ্দিন এর ছেলে। তার মৃত্যুতে মণিপুরি মুসলিম সমাজে শোকের ছায়া নেমে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মরত ছিলেন , বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন৷ আজ ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৩ ঘটিকায় কোনা গাঁও কবরস্থানে জানাজায় নামাজ ও দাফন সম্পন্ন হবে৷ কমলগঞ্জে ঐতিহ্যবাহী তেতইগাঁও রসিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের প্রাক্তন এই শিক্ষার্থী ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
Leave a Reply