মিনহাজ নাসির, মৌলভীবাজার প্রতিনিধি : সময় যত যাচ্ছে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের সচেতনতা ক্রমেই কমে আসতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মাস্ক ব্যবহারে অনিহার পাশাপাশি সামাজিক দূরত্ব মানছেন না।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নিদর্শিত স্বাস্থ্যবিধি, নিরাপদ সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি-নিষেধ ইত্যাদি অনুসরণে শৈথিল্য ও ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে অদ্য ১৫.০৭.২০২০ খ্রিঃ তারিখ ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মাস্ক পরিধান করা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য বিধি-নিষেধ অমান্য করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত ০৯ টি মোবাইল কোর্টে ৬৫ টি মামলায় ৩৪,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply