1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম

যশোরের ৩ ডাক্তারসহ ৭০ ব্যক্তি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৫৯ বার

জলিল, বিশেষ প্রতিনিধি : ১৫ জুুুুলাই যশোরে অর্থপেডিক্স ডাক্তার এএইচএম আব্দুর রউফ, ডাক্তার নুরানী ও আনোয়ার হোসেনসহ ৭০জন আক্রান্ত হয়েছেন। যশোর সদরে আক্রান্ত অন্যরা হলেন, ১ নং ওয়ার্ডের পূর্ব বারান্দীপাড়ার লতিফা, সিটি কলেজ এলাকার খালেদা, লিচু তলার আরিফুল। ২ নং ওয়ার্ডের খালধার রোডের সালাম,৩ নং ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোডের সোমা, একই এলাকার এনামুল, দাউদ, খোকন, জেল স্টাফ ফিরোজ ও সুরারত, সেন্ট্রাল রোডের পিংকি, ৫ নং ওয়ার্ডের মিশনপাড়ার কৌশিক,কমল, টালিখোলোর সিরাজুল, স্টেডিয়ামপাড়ার শাহিনা। তিনি আদদ্বীন হাসপাতালের কর্মকর্তা।

৬ নং ওয়ার্ডের রায়পাড়ার শহীদ, পাইপপট্টির জামিনুর, ৭ নং ওয়ার্ডের আশ্রম রোডের রাফায়েত ও আক্তার। ৮ নং ওয়ার্ডের সোদেক দারোগার মোড় এলাকার মহিতোষ, অর্চনা বিশ্বাস ও সুশীল। এছাড়া আরবপুর মুন্সি আলাউদ্দিন, মুতাকিন নেসা, ফতেপুর ইউনিয়নের সেলিনা, জিয়ারুল ও দাইতলার সাইফুল ইসলাম। নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলার ইতি, চাঁচড়া ইউনিয়নের সাড়াপোলের জেসমিন নাহার, নতুনহাট বাজারের ইমরান হোসেন, শাহানারা বেগম, দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের বুলবুল এবং কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের জসিম। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী।

এছাড়া যশোরে শনাক্ত হওয়া বেশ কয়েকজনের মোবাইল বন্ধ ও কল রিসিভ না করায় পরিচয় শনাক্ত করা সম্ভাব হয়নি। তাদের মধ্যে আমিনুর,শাহরিয়া, জামাল, আফরোজা, ইনামুল ও শুভময়া দাস।

কেশবপুর থেকে আমাদের প্রতিনিধি মোঃ জাকির হোসেন, জানান কেশবপুরে ১৫জুলাই আরও ৯জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া গেছে।

আক্রান্তরা হলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ষ্টোর কিপার আব্দুল মান্নান(৫৫), উপজেলা পাড়ায় বসবাসকারি এক পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যান উত্তম কুমার কুন্ডু(৩২), কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড হাসপাতালের পূর্ব পাশে এমপি পাড়ায় একই পরিবারের পিতা আব্দুল মজিদ(৬৮), মাতা শামসুর নাহার(৬৩) ও ছেলে শেখ শহিদুলা(৩০) মোট ৩ জন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের আলমগির হোসেন(৩০), মজিদপুর ইউনিয়নর মজিদপুর গ্রামের জাহিদা বেগম(৫০), কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড ভোগতী গ্রামের মেহদী হাসান(২০) ও কোমরপুর গ্রামের আসাদুজ্জামান(২৭)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন জানান, গত ১২ ও ১৩ জুলাই তারিখের স্যাম্পল এর প্রাপ্ত রিপোর্ট দেওয়া হলো।কেশবপুরের এসব আক্রান্ত ব্যক্তিদের তাদের স্ব-স্ব বাসা লক ডাউন করা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। এনিয়ে কেশবপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জন। এছাড়া অভয়নগর উপজেলার আকতার বেগম (৩০), রবিউল ইসলাম জনি (৪০), জাফর আহমেদ (৬০), মফিজ উদ্দিন (২৫), মো. আরিফুল গাজী(৩৫), মো. আবু বকর মোল্লা (৮০), মো. মামুন (২৭) এবং জাফরুল হাসান (২৮)। ঝিকরগাছা উপজেলায় শনাক্ত হয়েছেন মো. আসাদুল ইসলাম (৪৩), জাহানার বেগম (৫০), মো. ইমরান হোসেন (২৩) এবং মো. আরিফুল ইসলাম (২৮)। মণিরামপুর উপজেলার মো. আলী রেজা (২৮), বাবলু (৩৪) এবং মো. জাহাঙ্গীর আলম(৩১)। চৌগাছা উপজেলায় আক্রান্ত দু্ইজন হলেন, মো. জাফর ইকবাল (৪৫) এবং ইউপি চেয়ারম্যান মো. অবাইদুল ইসলাম সবুজ (৩৮)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..