বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। এ জন্য সাতক্ষীরা স্টেডিয়ামে একটি হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছে।
বুধবার ভোরে গণমাধ্যমকে র্যাব জানায়, সকাল সাড়ে ৮টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে ভোর ৫টার দিকে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পার্শ্ববর্তী লবঙ্গপতি এলাকা থেকে একটি নৌকায় পলাতক অবস্থায় গ্রেফতার করা হয় সাহেদকে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
Leave a Reply