কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পর্ব শত্রুতার জের ধরে হামলায় দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন সালে আহমদ (১২) তারেক আহমদ (১৮) ঘটনাটি ঘটেছে উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে। (১৫ জুলাই) বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকালে গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সালে আহমদ কাঠমিস্ত্রি যোগালির কাজে যাবার কালে। ক্যাপটেনের রাস্তার মোড়ে পৌছালে। গ্রামের জাহিদ মিয়া, রুবেল মিয়া, মনা মিয়া, রুমেল মিয়া, হাবিবা বেগম, সফিনা বেগম, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পনা মতে অতর্কিতভাবে পূর্ব শত্রুতার জের হিসেবে হামলা করে। হামলায় আহত হয় তারেক আহমদের ছোট ভাই সালে আহমদ। ভাইয়ের চিৎকারে বড়ভাই ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিএনজি গাড়ি যোগে হাসপাতালে নিয়ে আসার পথে । স্থানীয় মেম্বারের উপস্থিতে আবারও সালে আহমদ এর বড় ভাই তারেক আহমদের উপরে একই স্থানে। দা ও ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে। হামলাকারীদের দায়েরকোপে গুরুতর আহত হন চিকিৎসাধীন আহতরা। পরে ওইদিন সন্ধায় আহতদের বাবা ইয়াছিন মিয়া বাদী হয়ে ৬ জন কে আসামি করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকরামুজ্জামান বলেন, কে বা কারা মেরেছে জানিনা তবে তারেক আহমদের মাথায় ১২টি সেলাই এবং শরীরে নীল কুসা জখম রয়েছে। এবং সালে আহমেদের শরিলে ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন, ও যখম রয়েছে ।
স্থানীয় ইউপি সদস্য বশির মিয়া মুঠোফোনে আলাপে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসময় আমি সরোজমিনে উপস্থিত ছিলাম, এবং দুপক্ষকেই সামাল দেয়ার চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কথা না রেখেই হামলা সংঘর্ষে জড়ায়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফজলে রাব্বি এলাহী বলেন, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদন্ত করছি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করলেও তাদের বক্তব্য গ্রহণ করা যায়নি।
Leave a Reply