সামিয়া সরকার, নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে নরসিংদী শিল্পকারখানা এবং ব্যবসায়ীদের সার্বিক পরিস্তিতি নিয়ে আলোচনার জন্য নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের আমন্ত্রনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সুযোগ্য প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন শিশির (সি.আই.পি) এর নেতৃত্বে নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন সহ পরিচালকবৃন্দ এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
সভার শুরুতেই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নরসিংদী জেলার সকল প্রকার ব্যবসায়ীদের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একে একে প্রত্যেক পরিচালকবৃন্দ নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সবশেষে পুলিশ সুপার মহোদয় নরসিংদী জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার স্বার্থে উনার জিরু টলারেন্স এর কথা উল্লেখ করেন। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তার সংশ্লিষ্ট যে কোন সমস্যা সমাধানে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply