মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেলে বগুড়ার শিবগঞ্জের আটমুল এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হান্নান (৬০)। তিনি বগুড়া শহরের জ্বলেশ্বরীতলায় বসবাস করতেন। টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আঃ রহিম রুবেল জানান, গত ১৩ জুলাই টিএমএসএস করোনা ইউনিটে ভর্তি হন তিনি, এবং আজ বৃহস্পতিবার মৃত্যুবরন করেন।
আঃ হান্নানের ভাই আলমগীর কবির জানান, আমার ভাইএর জ্বর, সর্দি, কাশি উপর্সগ দেখা দিলে গত ১৩ জুলাই রাত ১১ টায় টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করি। পরদিন করোনা টেষ্ট করালে পজেটিভ আসে। ১৫ জুলাই শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply