জলিল, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে জাহিদা বেগম (৫০)আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন জানান উপজেলার কুশলদিয়া-মজিদপুর গ্রামে আব্দুর বারিকের স্ত্রী জাহিদা বেগম ১২ জুলাই করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।১৩ জুলাই চিকিৎসারত অবস্থায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। ১৪ জুলাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র দেওয়া হলে। ১৬জুলাই বিকেলে ৫টা ৩০মিনিটে কলারোয়া উপজেলার পাচপোতা গ্রামে এক আত্মীয় বাড়িতে মৃত্যু হয়।
এর আগে ৬ জুলাই কেশবপুরের কালিয়ারই গ্রামের এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত কেশবপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন,সুস্থ হয়েছেন ৪৩ জনমৃত্যু ২ জন।
Leave a Reply