1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

চান্দিনায় কারজন খাল সংস্কারে কামারখোলা যুবসমাজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২০০ বার

গ্রামীণ সমাজের ভৌগোলিক কাঠামোর এক অন্যতম বৈশিষ্ট্য খাল। কামারখোলায় কারজন খালের একটি শাখা খাল ও একটি প্রশাখা খাল রয়েছে। স্থানীয় ভাষায় শাখা খালটি কে যইতার খাল ও প্রশাখা খালটিকে চিকন খাল বলা হয়। কামারখোলা গ্রামের কৃষি জমির ফসল উৎপাদনের কাজে এই খালদ্বয়ের ব্যবহার বিশেষ ভাবে গুরত্ববহন করে। অধিক বৃষ্টিপাত হলে খুব কম সময়ে ফসলের মাঠের জলাবদ্ধতাকে নিরসন করে। অনাবৃষ্টির সময় খালে আটকে থাকা পানি কৃষক সেচ কাজে ব্যবহার করে। র্দীঘদিন ধরে এই খালে প্রচুর কচুরিপানা ও ঘাস জমে পানির স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে আছে। সাম্প্রতিক সময়ে নিয়মিত বৃষ্টিপাত হওয়াতে কৃষিকের ফসলি জমিতে জলাবদ্ধা দেখা দিয়েছে।

কামারখোলা গ্রামের উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এ বি সিদ্দিক, মো: জয়নাল মেম্বার , সাবেক মানিক মেম্বার , উক্ত গ্রামের সকল সরকারি –বেসরকারি চাকরিজিীবি , প্রবাসীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের যৌথ নির্দেশক্রমে ,আজ কামারখোলা যুবসমাজের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক মো: ওমর ফারুক সাহেবের গঠিত স্বেচ্ছাসেবক টিম গ্রামের কারজন খালের শাখা সংস্কারের কাজ শুরু করেন। ফারুক সাহেব সংবাদ সংগ্রহকারীকে জানান যৌথ উদ্যোগে গ্রাম উন্নয়নে কাজ করে যাচ্ছে কামারখোলা যুবসমাজ, আজীবন গ্রামীণ উন্নয়নে কামারখোলা যুব সমাজ সম্পৃক্ত থাকতে চায়। কেননা কামারখোলা যুব সমাজ বিশ্বাস করে গ্রামের উন্নয় হলে দেশের উন্নয় হবে।

এই খাল সংস্কার কাজে আরও দুই দিন সময় লাগবে বলে তিনি জানান। এই মহৎ কাজে সরাসরি অংশগ্রহন করেছেন কামারখোলা গ্রামের পরিচিত মুখ ও মুরব্বী আলমাছ মিয়া , শফিক , লিয়াকত, হাজী শহিদ, সহ কামারখোলা গ্রামেরর যুবরা। যুবকদের মধ্যে কিরন, তামিম, তারেক, সোলায়মান, ইমাম, যুফু , কালাম, শামীম, আরমান, কাসেম, মোতালেব , মাসুদ, মহিউদ্দিন, হুমায়েন, শরিফ, রাসেদ সহ আরও অনেকে। ইতোমধ্যে কামারখোলা যুব সমাজ কর্তৃক গ্রাম উন্নয়নের বিভিন্ন উদ্যোগ অত্র এলাকার সকলের প্রশাংসা পেয়েছে, যা কামারখোলার যুবসমাজকে ভবিষৎতে এই ধরনের কাজে মনোবল অটুট রাখবে। ৫৬ হাজার গ্রামের উন্নয় মানে বাংলাদেশের উন্নয়ন এই মূলমন্ত্রকে মনে ধারন করে গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে কামারখোলা যুব সমাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..