আর এইচ পাবেল, নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের স্বাস্হ্যবিধি অনুযায়ী মাস্ক না পরে যেখানে সেখানে ঘুরাফেরা করায় এবং স্বাস্হ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ১৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৬ জুলাই উপজেলার ইনাতগঞ্জ বান্দের বাজার নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সুমাইয়া মমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে বেশ কিছু শর্তঅনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা, যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে রয়েছে প্রশাসন। সরকারের দেওয়া এইসব স্বাস্হ্যবিধী না মেনে ইনাতগঞ্জ বাজার বান্দের বাজার এলাকায় বেশ কায়েকটি দোকানপাঠ ও কয়েকজন কে স্বাস্হ্যবিধী অমান্যকারী ব্যক্তিদের সংক্রমক,প্রতিরোধ, নিয়ন্ত্রণ, ও নির্মূল আইনে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪ টি মামলা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন বলেন করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply