মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি : না ফেরার দেশে পাড়ি জমালেন দেশ মাতৃকার সাহসী সূর্য সন্তান বীর মুক্তিযুদ্ধা দীনেশ চন্দ্র দাস। ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে জন্ম দীনেশ চন্দ্র দাসের। বাংলার স্বাধীকার যুদ্ধে যখন মৃত্যুর ঘনঘটা ঠিক তখনি সব মায়াকে ত্যাগ করে মুক্তির সংগ্রামে মৃত্যু কে আলিঙ্গন করতে অস্ত্র ধরে ছিলেন।
রনাঙ্গনে নিজেকে প্রমান করেছেন সাহসী সৈনিক হিসেবে মাতৃভূমি কে স্বাধীন করে থেমে যায়নি এ বীর। রাজনীতি, দেশের কাজে নিজেকে করেছেন নিয়োজিত।টানা দুই বার সফল মেম্বারের দায়িত্ব পালন করেছেন। একজন সুন্দর মনের মানুষ হিসাবে সর্বত্র পরিচিত।
জীবন দশায় মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময়।১৬ জুলাই ২০২০ রোজ বৃহস্পতিবার সকালে এই মহান মুক্তিযুদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন ।তার মৃত্যুতে সমগ্র নাসিরনগরে শোকের ছায়া নেমে অাসে। তার মৃত দেহ দেখতে আবেগ তাড়িত শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ছুটে আসে দলে দলে।জীবদ্দশায় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন(বিবাহিত)।বড় ছেলে রাহুল দাস(দুবাই প্রবাসী)।ছোট ছেলে বিশাল দাস (অধ্যয়নরত ছাত্র)।
শেষ কৃত্যের আগ মুহূর্তে গার্ড অব অনার( রাষ্ট্রীয় সম্মাননা) জানানো হয় ভলাকুট ইউনিয়ন এর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র দাস কে।
রাষ্ট্রীয় সম্মাননায় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা অাক্তার,ভলাকুট ইউপিচেয়ারম্যান রুবেল মিয়া, পুলিশ পরিদর্শক তদন্ত রঞ্জন কুমার ঘোষ,ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি কার্তিক চন্দ্র দাস সহ উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply