জলিল, বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ফটো সাংবাদিক শেখ শমশের আলীর পাড়িয়া গ্রামের বাড়িতে মেয়েদের বোরখা পরে ৫-৬ জনের একটি দল হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক কন্যা শেখ শাম্মী আক্তারকে একা পেয়ে মারধর করে সন্ত্রাসীরা।
তার কান্নাকাটির শব্দ শুনে এলাকাবাসীরা পীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ একজন বোরখা পড়া যুবককে গ্রেফতার করে। বাকি ৪ হতে ৫ জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত যুবকের নাম শরিফুল ইসলাম সে ঘুঘুয়া গ্রামের শমসের আলীর ছেলে। বর্তমানে সাংবাদিক কন্যা শেখ শাম্মী পীরগঞ্জ হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছেন। এ রিপোর্ট করা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।