1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে তথ্য সংগ্রহকালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক শফিকুল ইসলাম নওগাঁয় র‍্যাবের হেফাজতে  সুলতানা জেসমিন নামে এক ভূমি অফিস সহকারীর  মৃত্যু নর্থ- সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির “মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ২০২৩ “ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালির মুক্তি ও স্বাধিকার অর্জনের মূলমন্ত্র: ড.কলিমউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযান শিক্ষা কর্মসূচির উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান । রংপুরের গঙ্গাচড়ায় চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা ভৈরব থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এর বিদায়: নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ কে বরণ। দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ফসলি জমি দখল করে মাটি বিক্রি, থানায় অভিযোগ

বেনাপোল স্থল বন্দরে শুল্ক চুরি পণ্যর আরেকটি চালান আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১২২ বার

জলিল, শার্শা (যশোর) প্রতিনিধি : বেনাপোল স্থল বন্দরে অভিনব সব পদ্ধতিতে শুল্ক চুরির যে সব ঘটনা ঘটে তার একটি আবার উদঘাটিত হয়েছে এই বন্দরের ৩৪ নং পণ্যাগারে। জানা গেছে গত ১৩ জুলাই পন্যবাহী একটি ভারতীয় ট্রাকে ( ডব্লিউ বি-২৩-সি-৬৩৭৭) তিন কনসাইনমেন্টে ডাইস পাউডার (ক্যামিক্যাল) পণ্য নিয়ে বন্দরের উল্লেখিত পণ্যগারে প্রবেশ করে। আমদানিকৃত ট্রাকে এই চালানে একই ধরনের তিন কনসাইনমেন্ট পণ্য আসে। যার দুটি কনসাইনমেন্টের কাগজ থাকলেও আরেকটির নেই। প্রথমটিতে ৪৮০ ড্রাম দ্বিতীয়টিতে ৭ ড্রাম এবং তৃতীয়টিতে ৪০ ড্রাম । ৪০ ড্রামের কোন কাগজপত্র নেই। তবে ভারতীয় রপ্তানি কারক তিন নামে একই রপ্তানি কারক প্রতিষ্ঠান এবং ট্রান্সপোর্ট ।

তবে বাংলাদেশের ৪০ ড্রামের কাগজ এর চালানে কোন আমদানি কারক নেই। প্রশ্ন উঠেছে রপ্তানি কারক একই । একই গাড়িতে তিন কনসাইনমেন্ট পণ্য। যার একটিতে আমদানি কারক এর নাম নেই কেন? এটা কি শুল্ক চুরির একটি অভিনব কৌশল নয়? আবার মজার ব্যপার হলো এই তিন কনসাইনমেন্ট পন্য একটি বেনাপোল এর এস, জে, এস নামক সিএন্ডএফ আমদানি কারক রক পেইন্ট হিবগঞ্জ এর পক্ষে আনলোড করে। আরেকটি কনসাইনমেন্ট সোমা এন্টারপ্রাইজ সিএন্ডএফ আমদানি কারক ফকির এন্টার প্রাইজ ঢাকা এর পক্ষে আনলোড করে। যার মেনিফেস্ট নং যথাক্রমে ১৩৯৭৭-এ তাং ১১.০৭.২০ ও ১৩৯৭৭ বি তাং ১১.০৭.২০। অন্য চালানটির মেনিফিষ্ট নাম্বার নেই। কেন নেই ? একই রপ্তানিকারক। একই ধরনের পণ্য। দুটোর কাগজ থাকে একটির থাকে না কেন? এটা কি কৌশলে শুল্ক চুরি নয়? অন্য আমদানি পণ্য এই আমদানি কারক ছাড়া অন্য কোন আমদানি কারক হতে পারে।

৩৪ নম্বর পণ্যাগারের ট্রাফিক পরিদর্শক নাজমুল হক জানান, ট্রাক থেকে তিনটি চালানই আমার শেডে নামানো হয়েছিল । তৃতীয় চালানটির কোন সুনির্দিষ্ট কাগজপত্র না থাকায় ওই ৪০ ড্রাম পণ্য আবার ভারতীয় গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। ভারতীয় ট্রাক চালক গনেশ ঘোষ বলেন কপালের ফের। আমার মালিক স্বপন চক্রবর্তী তিনটি চালান দিয়েছেন ভারতের বনগাঁও থেকে। কিন্তু কোনটা ম্যানিফিস্ট কোনটি সিএন্ডএফ আমি কিছুই জানি না। আমার হাতে আছে শুধু তিনটি ট্রাক চালান। কবে এই ঝঞ্জাট থেকে মুক্ত হতে পারব ওপরওয়ালা জানেন।

জানা গেছে এই ঘটনাটি বন্দর উপ পরিচলাক মামুন কবির তরফদার অবহিত করার পরও তিনি রহস্যজনক ভাবে এই বিষয়টি নিয়ে নিশ্চুপ রয়েছেন। তিনি কেন বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে লিখিত জানাননি কিংবা কোন পদক্ষেপও গ্রহন করেননি কেন? তবে কাস্টমস এর সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা জানিয়েছেন যথাযথ কাগজপত্র যথাযথ না থাকায় ওই ৪০ ড্রাম পন্য (ডাইস) আটক করা হয়েছে।

বেনাপোল বন্দরের একটি সুত্র জানায় এ ভাবে অহরহ কাগজপত্র বিহীন বেনাপোল বন্দরে অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় ভারত থেকে পণ্য প্রবেশ করে। যে পণ্যর সরকারী শুল্ক ফাঁকি দেওয়া হয়। মাঝে মধ্যে দুই একটি পণ্য ধরা পড়লেও বড় অংশ চলে যায় শুল্ক ফাঁকি দিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..