আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও চন্দ্র। ১৮ তারিখে জন্ম হবার কারনে আপনার উপর মঙ্গলের প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা: ৯, ১৮, ২৭
শুভ বর্ণ: সাদা ও লাল।
শুভ বার ও গ্রহ: সোম ও মঙ্গল।
শুভ রত্ন: মুক্তা ও রক্ত প্রবাল।
আজ আপনার জন্য শুভ রংঃ লাল ও সাদা রং এর সমন্বয় সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের দিনের শুভ সময়: সকাল: ৯:৫৩-১১:৪৬ বিকাল: ৪:১২-৬:৫২, রাত: ৭:৩৪-৯:৪৩ পর্যন্ত।
চন্দ্রাবস্থানঃ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে।
৪র্থী তিথি সকাল: ১০:৪১ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে।
আজকের দিনের নিষিদ্ধ খাদ্যঃ আজ সকাল: ১০:৪১ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।
#মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে বলবান। ব্যবসায়ীক বাকেয়া টাকা আদায় হবে। বন্ধুদের সাথে যৌথভাবে কোনো কাজের সূচনা করতে পারেন। বকেয়া বেতন লাভের যোগ। বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে। রহস্যজনক উৎস থেকে অর্থ রোজগারের যোগ প্রবল।
#বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি চাকরি ক্ষেত্রে আশানুরুপ যাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার রহস্যজনক আচরনে বিরক্ত হতে পারেন। নুতন কোনো কর্মস্থলে যোগদানের সুযোগ আসবে। সরকারী চাকরিতে পদস্ত কর্মকর্তার আনুকূল্যে বদলীর প্রচেষ্টায় অগ্রগতি হবে। পিতার সাথে জমি ভূমি নিয়ে কোনো ভুলবুঝাবুঝির আশঙ্কা।
#মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি রহস্যজনক উন্নতির। প্রবাসীদের বিদেশ যাত্রায় অগ্রগতি। আমদানী রপ্তাণী বাণিজ্যে অগ্রগতি হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সাফল্য লাভ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কোনো ব্যক্তির সাহায্য পাবেন। সাংসারিক বিষয়ে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার রহস্যজনক ঘটনা ঘটবে।
#কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। কোনো আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে। ঝুঁকি পূর্ণ কোনো বিনিয়োগ বা শেয়ার ব্যবসায় কিছু লোকশান হতে পারে।
#সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভুল বুঝাবুঝির কারনে দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্য নিয়ে দুঃশ্চিন্তায় ভোগান্তির আশঙ্কা। সংসারিক বিষয়ে তৃতীয় পক্ষর কাছে যেতে হতে পারে। একক ব্যবসায়ীদের সতর্কতার সাথে লেনদেন করা উচিৎ।
#কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মনমালিন্য দেখা দেবে। শারীরিক ভাবে কিছুটা দূর্বল হতে পারেন। সংক্রামন থেকে সতর্ক হতে হবে। অধিনস্ত কর্মচারীদের রহস্যজনক কোনো আচরনে কষ্ট পেতে পারেন।
#তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য আশা করা যায়। রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে। সন্তানের জন্য কিছু কেনাকাটা করতে পারেন। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। রহস্যজনক যে কোনো সম্পর্কই আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। শিল্পকলার সাথে জড়িতদের আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে।
#বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর ) : বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি প্রত্যাশা পূরণের। আত্মীয় স্বজন বা বন্ধুদের সহায়তা পেতে পারেন। গৃহ পরিবেশ অনুকূল থাকবে। যানবাহন ক্রয় করার যোগ। মায়ের সাথে সাংসারিক বিষয়ে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে। আয় উন্নতিতে কোনো আত্মীয়র সাহায্য আশা করা যায়। আবাসন সংক্রান্ত বিষয়ে ঝামেলা দেখা দেবে।
#ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার সকল প্রকার যোগাযোগে বাধা বিপত্তির। বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন। অনলাইনে পণ্য বিক্রয়ে অগ্রগতি হবে। প্রতিবেশী ও ছোট ভাই বোনের সাথে সাংসারিক বিরোধে জড়িয়ে যেতে পারেন। সাংবাদিক ও মিডিয়াব্যক্তিত্বদের নামে কোনো অপপ্রচার হওয়ার আশঙ্কা।
#মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। বৈদেশিক কাজে আশানুরুপ অগ্রগতি আশা করা যায়। মায়ের কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা। খুচরা ও পাইকারী ব্যবসায় কিছু আয় রোজগার হতে পারে।
#কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রসম্ভাবনাময়। কর্মস্থলে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারীদের নুতন দায়িত্ব লাভের যোগ প্রবল। আর্থিক ক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সহায়তা পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। সাংসারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
#মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র।ব্যবসায়ীক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন। ট্রন্সপোর্ট ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। আইনগত কোনো জটিলতার অবশান আশা করা যায়। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির যোগ।
Leave a Reply