মুরাদ মিয়া, তাহিরপুর প্রতিনিধি : টাংগুয়ার হাওরে ইউএনও পদ্মাসন সিংহ-র বিশেষ অভিযানে লক্ষাধিক টাকার কোনাজাল কারেন্ট ও পরিবেশ ধ্বংসাত্মক প্লাসিকের ছাই আটক
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে তেকুইন্যা, লেইছ্যামারা সহ কয়েকটি স্থানে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন গুুুপ্ত-র নেতৃত্বে ও তাহিরপুর থানা পুলিশ ও টাঙ্গুয়ার হাওর কমিউনিটি গার্ডের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কোনাজাল, কারেন্টজাল এবং পরিবেশ ধংসাত্মক প্লাসিকের ছাই আটক করে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।
অভিযান পরিচালনা করার সময় সাথে ছিলেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য অখিল তালুকদার,প্রমুখ।
জানাযায়, আজ শুক্রবার ১৭,জুলাই তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন গুপ্ত,টাংগুয়ার হাওরের তেকুইন্যা, লেইছ্যামারা, চটানিয়া বিল সহ একাধিক বিলে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি, বড় নিষিদ্ধ কোনাজাল নৌকা এবং পরিবেশ ধ্বংসাত্মক প্লাসিকের ছাই সহ আনুমানিক তলক্ষাধিক টাকা অবৈধ জেলেদের মাছ ধরার সরঞ্জামাদি আটক করে আগুনে পুড়ে ভস্মীভূত করেন।
এ বিষয়ে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মাদ কবির বলেন, আজকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন গুপ্ত টাঙ্গুয়ার হাওরে অবৈধ মৎস্য আহরণ বন্দে যে অভিযান পরিচালনা করতেছেন তা অব্যশ্যই প্রশংসনীয়,আমরা আশাবাদী এরকম অঅভিযান অব্যাহত থাকবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন গুপ্ত বলেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা এই অভিযান অব্যাহত রাখবো, এবং টাংগুয়ার হাওর অবৈধ মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের কঠিন হস্তে দমন করা হবে।
Leave a Reply