আঃজলিলঃ(শার্শা যশোর)সংবাদদাতাঃ
যশোরের বেনাপোল সীমান্তের গা ঘেসা সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে আরতীয় ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক আসামী- মোঃ বিল্লাল হোসেন (৩৫) সে সীমান্তের সাদীপুর গ্রামের আঃ রউব এর ছেলে।
জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে, ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের নায়েক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি আফিসার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি’র অভিযানে ৬ বোতল ফেন্সিডিল সহ বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়।
Leave a Reply