এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাগাছন চাঁনপুর এলাকায় গতকাল ১৭ জুলাই সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারের সময় আসামির ছুরির আঘাতে সদর থানার এ.এস.আই আমির হোসেন(৩৫) এর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সূত্রে জানা যায় গতকাল বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় এ.এস.আই আমির হোসেন ও এ.এস.আই মনির সংকর এর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি মামুন কে গ্রেফতারের জন্য মাছিহাতা ইউনিয়নের পাঘাছন চাঁনপুর বাজার রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঐ এলাকার মাদক ও ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুন কে গ্রেফতার করতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মামুনের হাতে থাকা দাড়ালো ছুরি দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ.এস.আই আমির হোসেনকে বুকে আঘাত করে আসামি মামুন দ্রুত পালিয়ে যায়।
সঙ্গে থাকা এ.এস.আই মনির সংকর আমির হোসেন কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ফুসফুসে মারাত্মক আঘাত পাওয়ার তার মৃত্যু হয় বলে জানা যায়।
এ.এস.আই আমির হোসেন এর বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি সদর থানায়। তার বাবার নাম মোনতাজ আলি। আমির হোসেন পুলিশের একজন সৎ আদর্শবান অফিসার ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সকল পুলিশ সদস্য গভীরভাবে শোকাহত। আসামীদের দ্রুত গ্রেফতারে মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের একাধিক টিম। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।
Leave a Reply