যশোর থেকে জলিল : যশোর সদর চাঁচড়া গ্রামস্থ হাসেম আলীর বাড়ির পূর্ব পাশ থেকে নগদ টাকা ও ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর একটি টিম।
এরা হচ্ছে,সদর উপজেলার চাঁচড়া ঘোষপাড়ার আজাদ শেখ এর স্ত্রী মোছাঃ মনি বেগম ও ডালমিল মাঠপাড়ার মতৃ আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ সায়েদা বেগম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হলে শুক্রবার তাদেরকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
র্যাব-৬ এর ডিএডি রমজান আলী জানান,১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে গোপন সূত্রে খবর পায় ,যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামস্থ্য জনৈক হাসেম গাজীর বাড়ি সংলগ্ন পুর্ব পাশে দুই নারী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৩ টায় সেখানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থানকারী দুই নারী দ্রুত পালানোর চেষ্টা করে।
এবং দৌড়ে পালানোর সময় র্যাবের চৌকস টিম দুই নারীকে গ্রেফতার করে। পরে তাদের দখল হতে ১ কেজি ওজনের গাঁজা,গাঁজা বিক্রির নগদ ৯ হাজার ৭শ’ টাকা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করে।
পরে তাদেরকে শুক্রবার কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।
Leave a Reply