আরিফুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি : ঈদুল আজহার মাত্র দুই সপ্তাহের কম সময় বাকি থাকলেও কুষ্টিয়ায় কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে ক্রেতা সংকট। ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। হাট কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে এ বছর তাদের লোকসান গুনতে হবে। শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই কুষ্টিয়ার সদর উপজেলার বালিয়াপাড়ার পশুর হাটে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসে খামারীরা। কিন্তু করোনার কারণে দেখা দিয়েছে ব্যাপারী সংকট। বিক্রিও হচ্ছে কম। এতে লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে করোনার কারণে দেখা দিয়েছে ক্রেতা সংকট। হাতে গোনা কিছু ব্যাপারী থাকলেও দাম বলছেন কম।
পাশাপাশি ভারত থেকে গরু আমদানি বন্ধেরও দাবি জানান তারা। এদিকে, ঈদের আগে ক্রেতা সংখ্যা বাড়বে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ।
নজরুল ইসলাম নামের এক খামারী বলেন, এবার ঈদ আমাদের জন্য ঈদ মনে হচ্ছে না। করোনার কারণে আমাদের জীবন থমকে গেছে তার পর আবার আমাদের গরুর নায্য দাম পাচ্ছি না।
Leave a Reply