সংবাদদাতাঃ
. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো: রশীদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিককে বেরোবি অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই, ২০২০) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৩তম একাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯-এর ২৯ নং আইনের ৩১(১) (ঘ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ড. মো: রশীদুল ইসলাম এবং জোয়ার্দার জাফর সাদিককে অর্থ কমিটির সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।
Leave a Reply