আঃজলিল, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোর বেনাপোলের সু-পরিচিত স্বাস্থ্যকর্মী শাহনাজ বেগম আত্মহত্যা করেছেন। শাহানাজ বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর এলাকার নজরুলের ইসলামের স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ের জননী।
সূত্রে জানা যায়, স্বাস্থ্যকর্মী শাহনাজ করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। এলাকার সু-পরিচিত ও মিষ্টিভাষী স্বাস্থ্যকর্মী শাহনাজ বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বে পালনকালে তিনি করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলিশনে থেকে করোনা বিজয়ী হন।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।