বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর একাডেমিক ভবনের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই,২০২০) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এসময় বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাসুদ-উল-হাসান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ আরিফুল ইসলাম, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) কমলেশ চন্দ্র সরকার, মোঃ শাহরিয়ার আকিফ, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ফটোগ্রাফার শাহ নেওয়াজ কবীরসহ সংশ্লিষ্টরা।
Leave a Reply