1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

সামান্য ২শ টাকা ‘ধার’ না দেওয়ায় একই পরিবারের চার জনকে হত্যা!

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১৩৫ বার

টাঙ্গাইল প্রতিনিধি : সামান্য দু’শ টাকা ধার না পেয়ে এইক পরিবারে চারজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনা সূত্রে জানা যায়, ঘাতক সাগর এর আগে টাকা ধার নিয়ে পরিশোধ না করলে তাকে আব্দুল গনি টাকা হাওলাদ দিতে অস্বীকৃতি জানায়।

বিষয়টি মেনে নিতে না পেরে রাতে বাসায় ঢুকে গনি, তার স্ত্রীসহ ২ সন্তানকে ছুরি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সেই খুনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি গত শুক্রবার (১৭ জুলাই) টাঙ্গাইলের মধুপুরে ঘটে। ওই হত্যাকাণ্ডের মূলহোতা সাগরকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব।রোববার ১৯ জুলাই বিকেলে মধুপুরের ব্রাহ্মনবাড়ি এলাকা থেকে ঘাতক সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর ব্রাহ্মনবাড়ি গ্রামের মকবর আলীর ছেলে।

দুইশ টাকা হাওলাদ চেয়ে না পাওয়ায় অপমান নিজেকে অপমান মনে হয় তার, যে কারনে সাগর ওই চারজনকে খুন করেন বলে জানিয়ে র‍্যাব। গ্রেফতারের পর র‍্যাব-১২এর অধিনায়ক লেফটেন্টেট কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত আব্দুল গনির সঙ্গে সাগর আলীর সম্পর্ক দীর্ঘ দিনের। সাগর আলী, আব্দুল গনির বাসার কাছেই ভাড়া থেকে মধুপুরে রিক্সা চালান।

বিভিন্ন সময় গনির কাছ থেকে সাগর সুদ হারে ধার নিয়েছেন। ধারের টাকা পরিশোধ করতে আগে কয়েকবার ব্যর্থ হয়েছেন তিনি। গত বুধবার ১৫ জুলাই সকালেও গনির কাছে দুইশ টাকা ধার চান সাগর। এসময়, আব্দুল গনি তাকে ভর্ৎসনা করেন এবং তাকে কোন টাকা দেবেন না বলে জানান।

এতে সাগর অপমানবোধ করেন। পরে মধুপুর বাজারে গিয়ে এক বন্ধুর সঙ্গে গনিকে হত্যার পরিকল্পনা করেন সাগর আলী। পরিকল্পনা মত ওইদিনই রাত ১০টার দিকে গনির মাস্টারপাড়া এলাকার বাসায় যান তারা। সে সময় গনির স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে ছিল। গনির সঙ্গে কথা বলার এক পর্যায়ে রুমালে চেতনানাশক নিয়ে তার নাকে মুখে চেপে ধরে অজ্ঞান করে ফেলেন খুনিরা।

অন্য কক্ষে থাকা গনির স্ত্রী ও সন্তানদেরও চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়। পরে সঙ্গে নিয়ে যাওয়া ছুরি এবং বাড়িতে থাকা কুড়াল দিয়ে তাদের একে একে হত্যা করা হয়। হত্যার পর ওই বাড়ি থেকে কিছু মালামাল ও টাকা লুট করে ঘরের দরজায় ও গেটে তালা দিয়ে যান তারা।

এরপরে সাগর ব্রাহ্মনবাড়ি আশ্রায়ণ প্রকল্পে তার বোনের ঘরে গর্ত করে লুট করা মালামাল লুকিয়ে রাখেন। শুক্রবার সকালে আব্দুল গনির বাড়ি থেকে গনি এবং তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ওই দিন রাতেই আব্দুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার পর থেকেই তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সাগরকে সনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এই ঘটনায় তার সঙ্গে জড়িত আরও একজনের নাম বলেছেন সাগর। আরও কয়েকজন জড়িত ছিল বলে ধারণা করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সাগরকে গ্রেফতারের পর থেকেই এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..