আপনি যতই কামনা করুন না কেন, অধিকাংশ লোকই মুমিন নয়।আপনি তাদের কাছে তো কোন
পারিশ্রমিক চান না। আর কুরআন তো সারা বিশ্বের জন্য উপদেশ ব্যতীত অন্য কিছু নয়।
আকাশমন্ডলি ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে। তারা এগুলোর উপর দিয়ে পথ চলে- কিন্তু তারা এগুলো থেকে বিমুখ থাকে।
অধিকাংশ মানুষ আল্লাহুর প্রতি ঈমান আনে- সাথে সাথে শিরিকও করে।তবে কি তারা আল্লাহুর
সর্বগ্রাসী আযাব থেকে নিরাপদ হয়ে গেছে অথবা
তাদের অজ্ঞতাসারে কিয়ামতের আকম্মিক উপস্থিতি থেকে তারা নিরাপদ হয়ে গেছে ?
বলুন, এটিই আমার পথ। আল্লাহুর প্রতি মানুষকে
আমি এভাবে আহবান করি যে, আমি এবং আমার অনুসারীরা দলীলের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহু মহিমান্বিত। আর আমি মুশরিক-
দের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ- ১২ (১০৩- ১০৮)
আর যত মসজিদ আছে সব আল্লাহুরই; সুতরাং
আল্লাহুর সাথে শরীক করো না। জ্বিন-৭২ ( ১৮)
Leave a Reply