রাজন দত্ত রাজু,কমলগঞ্জ (মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামে তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায়, সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে বৈদিক শিক্ষা কেন্দ্র “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল”।
আজ ২১(জুলাই)মঙ্গবার বার সকাল ১১টায় নসরতপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গাবাড়ীর নাট মন্ডপে এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ সনাতনী সংঘ টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শম্ভু সরকার (রবিন) সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্নয়কারী শ্রী শিপন মালাকার ।
স্কুলের আনুষ্টানিক উদ্ভোধন করেন টি,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়।
টি.এস.এস.পৌর কমিটির সহ-সভাপতি ডাঃ সন্তোষ মালাকারের সঞ্চালনায় ও টি.এস.এস.কমলগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি শ্রী বিজয় মল্লিকের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মালাকার উন্নয়ন সমিতির সাবেক সভাপতি সুনীল মালাকার, টি .এস.এস. কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু, কমলগঞ্জ সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক অনামিকা দাশ,যুগ্ন সাধারণ সম্পাদক সোমা শর্মা,সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্বল শীল,কমলগঞ্জ সদর ইউনিয়ন কমিটির যুগ্ন সম্পাদক শ্রী সজিব দত্ত ঝুমন , অর্থ সম্পাদক শ্রী রতন দত্ত, আলোচনা সভা শেষে তরুন সনাতনী সংঘ টি এস এস কমলগঞ্জ শাখার পরিচালনায় এবং সনাতনী প্রবাসী গ্রপের সহযোগীতায় প্রতিষ্টিত এই গীতা শিক্ষাকেন্দ্রের মোট ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে আনুষ্টানিক ভাবে শ্রীমদ্ভাগবদ গীতা খাতা,কলম তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক ধর্মীয় শিক্ষিত করে তুলতে বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন টি.এস গত ৯ বছর ধরে মৌলভীবাজার জেলাসহ গোটা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা কার্যক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে সর্বমহলে প্রশংশিত হয়েছে।
Leave a Reply