আরিফুজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় কোরবানির
পশুর হাটে মানুষের ঢল নামলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কম বেশি বেচা-কেনা চললেও বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি ভাবে বিধি-নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। এ
অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা
সচেতন মহলের।
কুষ্টিয়া জেলায় করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বগতিতে তখন হাট বাজারগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্য সতর্কতা। এমতাবস্থা খোকসার পশু হাটে মঙ্গলবার (২১/৭/২০) গরু
ও ছাগলের হাঁটে ছিল না
কোনো শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা।
পশু ক্রেতা ও
বিক্রেতারা বলছেন দীর্ঘদিন কাজকর্ম না থাকায় এবং কোরবানি ঈদকে সামনে
রেখে বাধ্য হয়ে তারা হাঁটে আসছেন গরু ছাগল বেঁচাকেনা
করতে।
একজন বলেন, ‘আর কতদিন ঘরে বসে থাকা যায়, বাইরে তো বের
হতেই হবে।’
আরেকজন বলেন, ‘যতটুকুi পারি সেফ হয়ে চলার চেষ্টা করছি।’
ইজারাদাররা বলছেন, দীর্ঘদিন তারা লোকসান দিয়েছেন হাঁটটিতে।
এখন যদি তারা কোরবানি ঈদকে সামনে রেখে হাঁট চালাতে না
পারেন তবে পথে বসবেন তারা।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার জনাব
মেজবাহ্ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই হাটবাজার পরিচালনা করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, ‘এখানে হাট বাজার সীমিত পরিসরে সবই
চলবে। স্বাস্থ্যবিধি মেনেই সব চলবে
Leave a Reply