আবু সাঈদ সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইল এর লৌহজং নদীতে ডুবে মজিবর (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজ। মজিবর টাঙ্গাইলের এলেঙ্গা নামক গ্রামে ঘরজামাই মানে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করতো।
শ্বশুর বাড়ি ও প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, বরিবার দিন মজিরব ঘুড়ি উড়ায়। তার ঘুড়ি সুতা কেটে পার্শ্ববর্তী লৌহজং নদীতে পড়ে যায়। সে ঘুড়ি তুলতে/আনতে নদীতে নেমে সাঁতার দেয়। তার পড় থেকে এখনো সে নিখোঁজ। শ্বশুর বাড়ির লোকজন, এলাকাবাসী ও ডুবুরি দিনরাত চেষ্টা করেও মজিবরের কোন খোজ পায় নি। তাদের ধারণা মতে, মজিবর গভীর জলে তলিয়ে যায় ও মৃত্যুবরণ করে এবং স্রোতে ভেসে যায়। মজিবর ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড রামপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
Leave a Reply