নিজস্ব সংবাদদাতা : নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে থানার পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর থানার খড়িয়া এলাকার দেলোয়ার হোসেন দিপু (২২), নরসিংদী শহরের বাসাইল মহল্লার মনিরা বেগম ও ফারজানা হক রুপা।
মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচদোনা বাজার এলাকায় তিন আরোহী নিয়ে চলা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান। এসময় মোটরবাইকের আরোহী দুই নারী ছিটকে রাস্তায় পড়ে যায় এবং চালক দেলোয়ার হোসেনকে হিচড়ে অর্ধ কিলোমিটার দূরে নিয়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও মনিরা বেগমের মৃত্যু ঘটে। পরে রাতেই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহত অপর নারী ফারজানা হক রুপা।
নিহত দেলোয়ার হোসেন দিপুর মামা আহমেদুল কবির তুহিন জানান, এই মৃত্যুকে আমাদের কাছে রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্ত করার জন্য বলা হলে পুলিশ সে উদ্যোগ নিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, নিহত দুই মেয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মতে নিহত অপরজন দেলোয়ার হোসেন দিপুর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যানের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a Reply