নিজস্ব প্রতিবেদকঃ লাল সবুজের দেশঃ করোনা নেগেটিভ ব্যক্তিকে পজিটিভ বানিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়, সরকারি অনুমোদন ছাড়া নমুনা সংগ্রহ ও টেস্ট না করে ফলাফল দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
এর আগে রবিবার দুপুরে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে তারা জানায়, হাসপাতালটি করোনা নেগেটিভ ব্যক্তিকে করোনা পজিটিভ বলে ভর্তি রেখেছিল এবং মোটা অঙ্কের টাকা বিল করছিল। এছাড়া তাদের হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার অনুমোদনহীন বেশকিছু টেস্টিং কিট পাওয়া গেছে।
Leave a Reply