গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
”মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী / মুজিববর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে- মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
২১ই জুলাই, মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন’র সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান, পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল হক শাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন ফাহাদ, চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেন্টু, বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম রুবেল, মঙ্গলকান্দি ইউনিয়নের সভাপতি নোমান, চরদরবেশ ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম, চরচান্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল, সদর ইউনিয়নের সভাপতি সুমন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ভাইয়ের সহযোগিতায় আমরা উপজেলার বিভিন্ন ইউনিটের মাঝে প্রাথমিক ভাবে দুই হাজার গাছের চারা বিতরণ করেছি।
তিনি আরো বলেন, সোনাগাজী ছাত্রলীগের উদ্যোগে পর্যাক্রমে ৫ হাজার চারা বিতরণ ও রোপন করা হবে।
Leave a Reply