মোশারফ হোসেন (স্টাফ রিপোর্টার)
নরসিংদীর বেলাব উপজেলার কৃতী সন্তান ড. রইছ উদ্দীন মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হবার ৫ দিন পর চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২.২০ মিনিটে ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন,ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ- নরসিংদী জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন নিলুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (আনুমানিক) ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার কেনভেরা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। আন্তর্জাতিক এই ভূতত্ত্ববিদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রাজনৈতিক দল হিসাবে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ড. রইছ উদ্দীনের মৃত্যুতে দেশসহ বেলাববাসী একজন কৃতী সন্তানকে হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার (২২ জুলাই) বিকাল ৪ টায় বেলাব উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply