সংবাদদাতাঃ
.. চান্দিনার ২৩৫ টি গ্রামে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি চলছে।ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যানের উদ্যোগে চান্দিনার প্রতিটি গ্রামে গ্রামে চলছে বৃক্ষরোপন কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় ঢাকাস্থ এই ছাত্রকল্যাণ সমিতি মাস ব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে। এই সমিতির সকল ছাত্র সদস্যরা করোনা ও ইদ ছুটিতে গ্রামের বাড়ি অবস্থান করায়, মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও স্যার,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। স্যারের নির্দেশনায় ও এই সমিতির সাবেক সিনিয়র নেত্রী বৃন্দুর সার্বিক সহযোগীতায় এই বৃক্ষরোপন কর্মসিূচি চলমান। সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন সৌরভ সংবাদ মংগ্রহকারীকে জানান যে,আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া ।
বিগত দিনের ন্যায় আজকেও আমার প্রিয় শিক্ষাঙ্গান। কৈশোরে কিছুটা সময় কাটানোর আলোর ঘর।বহু জ্ঞানী গুনী তৈরির ঐতিহ্যেবাহি প্রতিষ্ঠান বদরপুর_নেছারিয়া_সিনিয়ার_ফাজিল_মাদ্রাসার মাঠে। আমার অত্যান্ত প্রিয়ভাজন শ্রদ্ধেয় অভিভাবকতুল্য শিক্ষক, যাদের আদর শাসনে এই প্রতিষ্ঠানে কিছু দিন জ্ঞান অর্জনের সৌভাগ্য হয়ে ছিলো। আজ তাদেরকে সাথে নিয়ে আমার নিজস্ব ও ঢাকাস্থ চাণ্দিনা ছাত্রকল্যাণের যৌথ অর্থায়নে মাননীয় উপাচার্য , প্রফেসর ড,মেজর নাাজমুল আহসান কর্লিমুল্লাহ স্যারের নির্দেশে ও সিমিতির সাবেক নেত্রীবৃন্দুদের সার্বিক তত্ত্বাবধায়েনে সারা চান্দিনার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা এই কর্মসূচি চলমান ।চান্দিনার বিভিন্ন প্রান্তে কিছু কাঠের, ফলজ ও ফুলের বৃক্ষ রোপণ করে কর্মসূচি চলমান আছে।মুজিব শতবর্ষের আহ্বান সমৃদ্ধ সোনার বাংলায় গাছ লাগান ।বেশি পরিমানে গাছ লাগাই নির্ভেজাল ফলমূল খাই। ঢাকাস্থ চান্দিনা ছাতওকল্যাণ সমিতি এই শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি চালাচ্ছে।
Leave a Reply