মোঃ রেজওয়ান হক (রেজা), ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। টানা বৃষ্টিতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় শতাধিক বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় ওই পরিবারের লোকজন আশ্রয় নিয়েছেন স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে।
আজ সকাল ১১টায় বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফজলুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফুলবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।
Leave a Reply