সময়টা এখন দারুণ কাটছে বলিউড কাঁপানো বাঙালী অভিনেত্রী মৌনি রায়ের। গত বছর বড় অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার অভিষেকের পর মৌনির হাতে এখন অনেক কাজ। চলতি বছর এপ্রিলে জন আব্রাহামের বিপরীতে রোমিও আকবর ওয়াল্টার সিনেমায় দেখা গিয়েছে মৌনিকে। মেক ছাড়াই মৌনি কে দারুন মানিয়েছে।
Leave a Reply